ব্যাংকগুলো কি আমানতকারীদের স্বার্থ দেখছে?
সকালবেলা এক পুরোনো বন্ধুর টেলিফোন। সে পরামর্শ চায়। পরামর্শটা ব্যাংক সম্পর্কিত। দুই দিন আগে সে তার ব্যাংক থেকে ফোন পেয়েছে। বলা হয়েছে, টাকা জমা না দিলে অর্থাৎ অতিসত্বর লেনদেন না করলে তার অ্যাকাউন্ট ‘ডরম্যান্ট’ হয়ে যাবে। আমি বুঝলাম ঘটনাটা ঘটেছে করোনা মহামারির কারণে। দেড় বছর ধরে সে বাড়ি থেকে বের হয়নি। ব্যাংক অ্যাকাউন্টে লেনদেনের প্রশ্ন ওঠে না। সব ব্যাংকেরই নিজেদের নিয়ম আছে, নির্দিষ্ট দিনের মধ্যে টাকা জমা বা তোলা না হলে অর্থাৎ লেনদেন না হলে অ্যাকাউন্টটি প্রথমে ‘ডরম্যান্ট’ হয়, পরে হয় ‘ইন-অপারেটিভ’।
- ট্যাগ:
- মতামত
- আমানত
- ব্যাংক খাত
- ব্যাংক খাতে পরিবর্তন