ইসলামে স্বাস্থ্য সুরক্ষা ও চিকিৎসাসেবার গুরুত্ব

প্রথম আলো শাঈখ মুহাম্মাদ উছমান গনী প্রকাশিত: ০২ মে ২০২৫, ১২:৪৪

মানুষ দেহ ও আত্মার সমন্বয়। আল্লাহর হুকুম ও নবীজি (সা.)–এর সুন্নত অনুশীলনে আত্মা পরিপুষ্ট হয়। দেহ পরিশুদ্ধ হয় হালাল ও পবিত্র রিজিক গ্রহণে এবং সুস্থ থাকে পরিমিত খাদ্য-পথ্য ও সঠিক চিকিৎসা গ্রহণে। আল্লাহ তাআলা কোরআন মাজিদে বলেন, ‘হে মানবমণ্ডলী! তোমরা ভূমি হতে উৎপন্ন হালাল ও পবিত্র রিজিক আহার করো আর শয়তানের পদাঙ্ক অনুসরণ কোরো না।’ (সুরা বাকারা, আয়াত: ১৬৮) 


আল্লাহ মানুষ সৃষ্টি করেছেন, তার জন্য রিজিক প্রস্তুত করে রেখেছেন এবং অসুস্থ হলে চিকিৎসারও ব্যবস্থা দিয়েছেন। কোরআনে কারিমে রয়েছে, ‘তিনি ক্ষুধায় অন্ন দেন এবং ভয়ে নিরাপত্তা বিধান করেন।’ (সুরা কুরাইশ, আয়াত: ৪)


হজরত ইব্রাহিম (আ.) বলেছেন, ‘যিনি আমাকে সৃষ্টি করেছেন, সঠিক পথ দেখিয়েছেন এবং তিনিই আমাকে খাদ্য ও পানীয় দেন এবং আমি যখন অসুস্থ হই, তখন তিনিই (আল্লাহ) আমাকে সুস্থ করেন।’ (সুরা শুআরা, আয়াত: ৭৮-৮০) 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও