
মানুষ ভুল করবে-এটাই স্বাভাবিক
মানুষ মাত্রই দুর্বল। আল্লাহপাক তাঁর সৃষ্টির সেরা মানুষকে দুর্বল করে সৃষ্টি করেছেন। তাই মানুষ বারবার ভুল করেন আর আল্লাহ তাকে ক্ষমাও করেন। পবিত্র কুরআনে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন, ‘আর মানুষ সৃষ্টিগত ভাবেই দুর্বল।’ (সুরা আন নিসা : আয়াত ২৮)
দিনের পর দিন মানুষ নানান পাপ কাজ করে কিন্তু তাৎক্ষণিকভাবে তিনি সবাইকে পাকড়াও করেন না বরং অবকাশ দিতে থাকেন। তিনি এজন্যই অবকাশ দেন যেন তাঁর বান্দা ভুল বুঝতে পেরে তওবা করে সঠিক পথে ফিরে আসে।