
বিএনপি কি নিজেদের ঘর পরিষ্কার করবে?
আওয়ামী লীগ সরকারের পতন ও পলায়নের পর বিএনপি যে দেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল—এটা নিয়ে বিতর্ক অর্থহীন। সব রাজনৈতিক দলই জনগণের হয়ে কথা বললেও জনগণ সব দলের কথা শোনে বা কানে নেয় বলে মনে হয় না। বিএনপি যেহেতু ধারণাগতভাবে বড় দলের বিবেচনায় আছে, সেহেতু বিএনপি নিয়েই আজকের আলোচনা সীমাবদ্ধ রাখা যাক।
আওয়ামী লীগহীন রাজনীতির মাঠে বিএনপির পা রাখার এই সময়ে দলটির সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ অন্য কেউ নয়, নিজেরাই। আওয়ামী শাসনের অত্যাচারে দলের অনেক নেতাকর্মী বছরের পর বছর ঘরছাড়া থাকতে বাধ্য হয়েছেন। জুলাই-আগস্টের অভ্যুত্থানের পর ঘরে ফিরে এখন তাদের নিজেদের ঘর সামলানো কঠিন হয়ে পড়ছে। কেন বিএনপির ঘর সামলানো কঠিন হচ্ছে বলে আমার কাছে মনে হচ্ছে? কোনো কিছুই তো আর গোপনে হচ্ছে না। সবাই দেখছে সবার চেহারা। আমি নতুন করে বয়ান করতে গেলে সেটা বরং মায়ের কাছে মামাবাড়ির গল্প বলার মতো মনে হতে পারে!