প্রয়োজন ঐক্য, বিভাজন নয়

যুগান্তর ড. আলী রেজা প্রকাশিত: ১৮ জানুয়ারি ২০২৫, ১০:২৩

বর্তমান সরকার জাতীয় ঐক্যের কথা বললেও নির্বাচনসহ বিভিন্ন ইস্যুতে ছাত্রসমাজ, রাজনৈতিক দল ও সরকারের মধ্যে এক ধরনের বিভাজনের লক্ষণ স্পষ্ট হয়ে উঠছে। সরকারিভাবে জুলাই আন্দোলনের ঘোষণাপত্র জারি করার কথা বলে সরকার ঘোষণাপত্র প্রকাশ করা থেকে সমন্বয়কদের বিরত রেখেছে। ছাত্রদের দ্বারা গঠিত সরকারের সঙ্গে ছাত্রদেরই যদি দূরত্ব সৃষ্টি হয়, তাহলে সরকার নিজেদের অবস্থানে নিজেরা দুর্বল হয়ে পড়বে। এক্ষেত্রেও ঐক্যের বদলে বিভাজন সৃষ্টির পথ তৈরি হবে। কিছুদিন আগে ভারতীয় আধিপত্য ও বাংলাদেশবিরোধী অপপ্রচারের বিরুদ্ধে সরকার জাতীয় ঐক্যের আহ্বান জানালে সেখানে বেশ সাড়া পাওয়া গিয়েছিল। কিন্তু ছাত্র-সমন্বয়কদের জুলাই ঘোষণাপত্র ইস্যুতে রাজনৈতিক দলগুলোর মধ্যে ভিন্নমত সৃষ্টি হওয়ার পরিপ্রেক্ষিতে সে পরিস্থিতি দৃশ্যত বদলে যাচ্ছে। সরকার গঠনের পাঁচ মাস পর জুলাই আন্দোলনের ঘোষণাপত্র কতটা জনসমর্থন পাবে-সে ব্যাপারেও অনেকে সন্দিহান।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও