You have reached your daily news limit

Please log in to continue


মার্কিন গোয়েন্দারাই বলছেন, ইউক্রেনের পাল্টা আক্রমণ ব্যর্থ হয়েছে

যুক্তরাষ্ট্রের গোয়েন্দারা বলেছেন, রাশিয়ার স্বায়ত্তশাসিত ঘোষিত এলাকা জাপোরিঝঝিয়ার রাজধানী শহর মেলটিপোলের নিয়ন্ত্রণ নেওয়ার উদ্দেশ্যে ইউক্রেন যে পাল্টা আক্রমণ অভিযান শুরু করেছিল, সেটা ব্যর্থ হয়েছে।

ওয়াশিংটন পোস্টের খবর অনুযায়ী, ইউক্রেনীয় বাহিনী চেয়েছিল, ইউক্রেনের দক্ষিণাঞ্চলে ক্রিমিয়া থেকে রাশিয়াকে বিচ্ছিন্ন করে ফেলতে। যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের সহায়তায় কার্চ প্রণালির ওপর অবস্থিত ক্রিমিয়ার সঙ্গে রাশিয়ার সংযোগকারী সেতুতে হামলা চালিয়েছিল তারা। এই হামলায় সেতুটির সড়কপথ ক্ষতিগ্রস্ত হলেও সেটা এখন পর্যন্ত সচল আছে।

প্রকৃতপক্ষে, রোবোটাইন গ্রাম ঘিরে এখন গুরুত্বপূর্ণ যুদ্ধ হচ্ছে। এই গ্রাম মেলটিপোল থেকে ৮০ দশমিক ৫ কিলোমিটার দূরে অবস্থিত। এখানে ইউক্রেন তাদের বিমানবাহিনীর ৮২তম ইউনিট ও রিজার্ভ বাহিনীর সবচেয়ে ভালো প্রশিক্ষিত সেনাদের নিয়োজিত করতে অঙ্গীকার করেছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন