করোনায় আর স্কুল বন্ধ নয়, মাঠে-খোলা জায়গায় ক্লাস চলুক

প্রথম আলো নাহিদ হাসান প্রকাশিত: ১৮ জানুয়ারি ২০২২, ১৮:৩৬

ছদ্মনাম বাবু। মেধাবী ছাত্র। বাড়ি বালাবাড়িহাটে। থানাহাট এ ইউ পাইলট উচ্চবিদ্যালয়, চিলমারী থেকে এসএসসিতে ২০১৮ সালে জিপিএ-৫ পায়। চিলমারী ডিগ্রি কলেজ থেকে ২০২০ সালে অটো পাসেও একই ফল পায়। ভর্তি হয় কুড়িগ্রাম সরকারি কলেজে। সে নিজ জেলার বাইরের প্রতিষ্ঠানে ভর্তি পরীক্ষা পর্যন্ত দেয়নি। তার অভিভাবক একজন শিক্ষক।


তিনি বলেন, ‘সে যখন জেনে গেছে আর পরীক্ষা হবে না, তখন পড়াশোনা ছেড়ে দিল। ভোরে জাগা ছোট ভাইটা আমার সকাল ১০-১১টায় ঘুম থেকে উঠতে শুরু করল। বাড়িতে থাকতে থাকতে এমন হোম সিকনেস হলো, জেলার বাইরে পরীক্ষা পর্যন্ত দিল না!’

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও