উগ্রপন্থা ও হিমশৈলের ‘নিমজ্জিত অংশ’
আমাদের সমাজে উগ্রপন্থা সব সময়ই ছিল। কেবল ধর্ম নয়, রাজনীতির নামেও। ক্ষমতাসীনেরা যখন মনে করেন, বিরোধী পক্ষ বা মতকে শায়েস্তা করতে হবে, তখনই উগ্রপন্থার আশ্রয় নেন। আওয়ামী লীগ সরকার বিরোধী দলকে গণতান্ত্রিকভাবে মোকাবিলা না করে উগ্রপন্থার আশ্রয় নিয়েছিল মুক্তিযুদ্ধের চেতনা রক্ষা ও প্রতিষ্ঠার নামে। রাজনৈতিক প্রতিপক্ষকে দমন-পীড়ন কোনোভাবে মুক্তিযুদ্ধের চেতনা হতে পারে না।
একইভাবে গণ-অভ্যুত্থানের আট মাস পরও আওয়ামী লীগ নেতাদের বাড়িঘরে হামলা চালানোকে ‘বিক্ষুব্ধ জনতার’ প্রতিক্রিয়া বলে চালানোর সুযোগ নেই। প্রশ্নটা হলো আইনের শাসনের। কেউ অপরাধ করলে সরকার তাঁর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেবে, কিন্তু আইন নিজের হাতে তুলে নেওয়ার অধিকার কারও নেই।
৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে যে গণ-অভ্যুত্থান সংঘটিত হয়, তার লক্ষ্য ছিল সব ধরনের বৈষম্যের অবসান ও গণতন্ত্র প্রতিষ্ঠা, যেখানে কেউ কারও ওপর জবরদস্তি করবে না। নারী-পুরুষনির্বিশেষে প্রতিটি নাগরিক তাঁর রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক স্বাধীনতা ভোগ করবেন। অথচ আমরা লক্ষ করলাম, একশ্রেণির উগ্রপন্থী মানুষ কখনো ধর্মের নামে, কখনো রাজনৈতিক মতাদর্শের নামে নিজের মত অন্যের ওপর চাপিয়ে দিতে জোরজবরদস্তি করছেন। বাড়ি–ঘর–স্থাপনায় হামলা চালাচ্ছেন।
সম্প্রতি নিউইয়র্ক টাইমস অভ্যুত্থান–উত্তর বাংলাদেশের রাজনৈতিক ও সামাজিক পালাবদলের একটি চিত্র তুলে ধরেছে, যার শিরোনাম ছিল ‘অ্যাজ বাংলাদেশ রিইনভেন্টস ইটসেলফ, ইসলামিস্ট হার্ড লাইনারস সি অ্যান ওপেনিং’; অর্থাৎ বাংলাদেশ যখন নতুন রূপে গড়ে উঠছে, তখন ইসলামি কট্টরপন্থীরা নতুন সুযোগ দেখছে।
বাংলাদেশের নতুন রূপটি এখনো দৃশ্যমান নয়। সরকার সংস্কার ও নির্বাচনের লক্ষ্যে কিছু পদক্ষেপ নিয়েছে, রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করছে। এটা ইতিবাচক। কিন্তু উদ্বেগের ঘটনা হলো নারীর প্রতি বিদ্বেষ ছড়ানো হচ্ছে, তাদের পোশাক নিয়ে কটাক্ষ চলছে, ধর্মীয় ও জাতিগত সংখ্যালঘু ও আহমদিয়াদের ওপর একের পর এক হামলার ঘটনা ঘটছে, মাজার, দরগাহ আক্রান্ত হচ্ছে। একদল লোক বাউলগানের আসর ভেঙে দিচ্ছে, নাটক ও মেয়েদের খেলা বন্ধ করে দিচ্ছে।
নিউইয়র্ক টাইমস-এর উল্লিখিত প্রতিবেদন এ ধরনের কিছু ঘটনা তুলে ধরেছে। সবটা নয়। পত্রিকাটি বলছে, কট্টরপন্থীদের এসব বেআইনি তৎপরতা বন্ধে সরকারকে যতটা সাহসী ভূমিকা নেওয়ার কথা, সেটা তারা নিতে পারছে না। তাদের নমনীয়তার সুযোগে বাংলাদেশে উগ্রপন্থার প্রসার ঘটছে।
সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, নিউইয়র্ক টাইমস-এর প্রতিবেদনটি বাংলাদেশের একটি বিভ্রান্তিকর ও একপেশে দৃষ্টিভঙ্গি তুলে ধরেছে, যা ইঙ্গিত দেয় যে দেশটি ধর্মীয় চরমপন্থীদের নিয়ন্ত্রণের দ্বারপ্রান্তে। এই বয়ান কেবল দেশের রাজনৈতিক ও সামাজিক গতিশীলতাকে অতিরঞ্জিত করে না, বরং ১৮ কোটি মানুষের একটি সমগ্র জাতিকে অন্যায়ভাবে কলঙ্কিত করার ঝুঁকির মুখেও ফেলে দেয়।
- ট্যাগ:
- মতামত
- দমন-নিপীড়ন
- উগ্রপন্থা