![](https://media.priyo.com/img/500x/https://www.tbsnews.net/bangla/sites/default/files/styles/big_3/public/images/2021/12/22/news._photo.2.jpg?itok=wR7KVeyD×tamp=1640160702)
সাপ্তাহিক ছুটি বাড়িয়েও অর্থনীতি চাঙ্গা করা সম্ভব?
বিশ্ব অর্থনীতি কোভিড-১৯ মহামারির ক্ষত থেকে পুনরুদ্ধার হতে শুরু করেছে। এর পেছনে সবচেয়ে বড় অবদানের দাবিদার, গণ টিকাদান কর্মসূচি ও বড় ধরনের প্রণোদনা প্যাকেজ। বাইরে গিয়ে কেনাকাটা করতে কিংবা ছুটির দিনগুলোতে ভ্রমণে যেতে বেশিরভাগ মানুষই এখন নিরাপদবোধ করছেন। এ কারণে বাড়ছে ভোক্তাদের ব্যয়। এর পরবর্তী চ্যালেঞ্জটি হলো, বিঘ্নহীনভাবে অর্থনৈতিক পুনরুদ্ধার নিশ্চিত করা।
অনেক দেশের সরকার অর্থনীতিকে আরও চাঙ্গা করতে বিভিন্ন ধরনের উদ্ভাবনী নীতি গ্রহণের উদ্যোগ নিয়েছে। এক্ষেত্রে নতুন সরকারি ছুটি প্রবর্তনের কথা বলা যেতে পারে। যার উদ্দেশ্য, ভোক্তার ব্যয়কে আরও উদ্দীপিত করা।
উদাহরণস্বরূপ, থাইল্যান্ড সরকার ২০২০ সালের ক্যালেন্ডারে চারটি নতুন সরকারি ছুটি যুক্ত করেছে। দীর্ঘ সপ্তাহান্ত তৈরির মাধ্যমে যেন দেশের অর্থনীতিকে, বিশেষ করে পর্যটন খাতকে চাঙ্গা করা যায় সেজন্যই এ উদ্যোগ।