জাত-প্রজাতির ভেদ-প্রভেদ

ইত্তেফাক মো. শহীদুর রশীদ ভূঁইয়া প্রকাশিত: ৩১ জুলাই ২০২১, ১০:০৬

জাতপাত নিয়ে মানুষের মধ্যে ভেদ-প্রভেদ সৃষ্টি করেছে মানুষ সেই কবে থেকেই। সদ্য জন্মগ্রহণ করা শিশুর কোনো জাতপাত নেই। জগত্সংসারে মনুষ্যসৃষ্ট বিভেদে পড়ে শিশু যত বেড়ে ওঠে তত বুঝতে পারে যে, কোনো না কোনো একটি জাতপাতে বিভক্ত হয়ে যাচ্ছে সে। উঁচু জাত, নিচু জাত, অভিজাত, এমনি কত রকম ভেদ-বিভেদ সৃষ্টি করা জাত রয়েছে মানুষের মধ্যে। হিন্দু সমাজে জাতপাত তো এক ভীষণ বিভেদমূলক প্রথায় পরিণত হয়েছে। চোখের সামনেই দেখছি শিক্ষা ও সংস্কৃতিচর্চাও সে বিভেদ ঘোচাতে পারছে না। আমার দু-তিন বন্ধু তাদের মেয়েদের বিয়েই দিতে পারছে না জাতে মিলছে না বলে। হিন্দু সমাজ একে ‘কাস্ট’ বলছে। তবে নাম যা-ই হোক, সেটি মানুষসৃষ্ট জাতপাতের বিভেদ ছাড়া আর কিছুই নয়। সে বিভেদ অনেক নারীকে সংসারবিহীন করে দিচ্ছে। অতি আধুনিক বিশ্বে সমাজে এরকম জাতপাতের পার্থক্য থাকা কাম্য নয় একেবারেই। তা সত্ত্বেও এসব এখনো যে বিদ্যমান রয়েছে খবরের কাগজ সে সাক্ষ্য দেয় বৈকি।


 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও