সোনার হরিণ বিসিএস!
ছেলেবেলা থেকেই আমার বই-পত্রিকা পড়ার আগ্রহ আছে। বই মানে অভিভাবকের ভাষায় ‘আউট বই’। কিন্তু গ্রামে বই বা পত্রিকা অত সহজলভ্য ছিল না। আমাদের গ্রামের বাড়ির বাজার শহীদনগরে পাশাপাশি দুটি হোটেলে ইত্তেফাক রাখা হতো। পত্রিকা পড়তে আসা লোকজন চা-নাস্তা করতো, তাতেই তাদের লাভ। আমি অবশ্য চা-নাস্তা করতাম না।
কিন্তু নিয়মিত পত্রিকা পড়তে যেতাম। তবে সেটাও নির্বিঘ্নে করা যেতো না। আমি হয়তো মনোযোগ দিয়ে পত্রিকা পড়ছি। কিন্তু সিনিয়র কেউ এসে কোনো কিছুর তোয়াক্কা না করে পত্রিকা টেনে নিয়ে খুটিয়ে খুটিয়ে সিনেমার বিজ্ঞাপন পড়তেন। খুব রাগ হতো। কিন্তু কিছু করার থাকতো না।
- ট্যাগ:
- মতামত
- স্বপ্ন যাত্রা
- বই পড়া
- বিসিএস পরীক্ষা