পূর্ণতার পাথেয় প্রবীণের ঝুলি
ডেইলি বাংলাদেশ
প্রকাশিত: ০১ অক্টোবর ২০১৯, ১৭:৩২
আফ্রিকায় একটি প্রবাদ প্রচলিত আছে, ‘একজন বৃদ্ধের মৃত্যু হলে পৃথিবী একটি গ্রন্থাগার হারায়।’ আজকের প্রবীণরা একদিন কর্মচঞ্চল তরুণ ছিলেন। তাদেরও ছিল পূর্ণ উদ্যোমে কাজ করার শক্তি। যা দিয়ে পূর্ণ করেছেন অভিজ্ঞতার ঝুলি। আর সেই ঝুলি থেকে সঠিকরূপে গ্রহণ করতে পারলেই নবীনরা পূর্ণতা পায়।