স্মার্টফোন কি আমাদের সম্পর্কগুলোকে দুর্বল করে তুলছে?
আমরা যারা শহরে থাকি, তারা বছরে অন্তত একবার গ্রামের বাড়ি বা অন্য কোথাও বেড়াতে যেতে চাই। উদ্দেশ্য হলো নাগরিক কোলাহল ও কৃত্রিম পরিবেশ থেকে বেরিয়ে যেন মুক্ত বাতাসে শ্বাস নিতে পারি। বাচ্চাদের নিয়ে যাই মাটির সাথে পরিচয় করিয়ে দিতে। তারা যেন গরু, ছাগল, হাঁস-মুরগি, পাখি, মাটি, নদী, সমুদ্র, মাছ, ফসল, ফলমূল চিনতে শেখে।
আমরা যখন ছোট ছিলাম বছরান্তে একবার দু’বার দাদাবাড়ি ও নানাবাড়ি বেড়াতে যাওয়াই ছিল সবচেয়ে বড় আনন্দ। আমাদের গ্রামের বাড়ি প্রায় সাড়ে চারশো কিলোমিটার দূরে বলে অনেক কষ্ট করে সেইপথ পাড়ি দিতে হতো। কারণ তখন যাতায়াত ব্যবস্থা ছিল বেশ খারাপ। তাও আমাদের উৎসাহের শেষ ছিল না। সারা গ্রামজুড়ে ভাইবোনরা ছুটাছুটি করতাম। হাডুডু, দাড়িয়াবান্ধা, চি-বুড়ি খেলতাম। সবাই মিলে মহাউৎসাহে খাওয়া-দাওয়া, পিকনিক করতাম, গরু-ছাগল, হাঁস-মুরগির পেছনে ছুটতাম, মৌমাছির তাড়া খেতাম।
- ট্যাগ:
- মতামত
- স্মার্টফোন