রাজনীতিটা আর ঠিক হলো না!

যুগান্তর মোহাম্মদ হোসেন প্রকাশিত: ১২ মে ২০২৫, ১০:৪০

বাংলাদেশের রাজনীতি দূষণমুক্ত হওয়ার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। রাজনীতি এতদিনে একটি ঘৃণিত ও বিষাক্ত বিষয়ে পরিণত হয়েছে। এটা সাধারণ ভুক্তভোগীরা বুঝলেও বাংলাদেশে যারা রাজনীতির ব্যবসা করেন বা নিজেদের রাজনীতিবিদ দাবি করেন, তারা কোনোভাবেই বুঝতে পারেন না। আর সাধারণ মানুষের অবস্থা হলো ‘আমি তো কম্বল ছাড়তে চাই, কিন্তু কম্বলতো আমাকে ছাড়ছে না’।


সাধারণ মানুষ চাইলেও রাজনীতির এ বিষাক্ত আবহাওয়ার বাইরে অবস্থান করতে পারে না। মানুষ যেমন বায়ুমণ্ডলের বাইরে বসবাস করতে পারে না, তেমনই রাজনৈতিক পরিবেশের বাইরেও তার জায়গা নেই। মাঝে মাঝে ভাবি, নিশ্চুপ নিরুত্তাপ জীবন বহন করে তাকে মৃত্যুর বাড়ি, কবরে নিয়ে যাব; কিন্তু তা আর হয়ে ওঠে না। তাই রাজনীতির দূষিত বায়ুতে নিঃশ্বাস নিতে নিতে নিজে যখন বিষক্রিয়া দ্বারা আক্রান্ত হয়ে পড়ি, তখন দূষণমুক্ত হওয়ার চেষ্টায় কাগজ-কলম খুঁজে নিয়ে ওই দূষণ স্খলনের চেষ্টার অংশ এ লেখালেখি।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও