আকাশের কাছে খোলা চিঠি

কালের কণ্ঠ গোলাম মাওলা রনি প্রকাশিত: ১১ ডিসেম্বর ২০২৫, ১০:১০

ইয়া আল্লাহ! এই আকাশ-বাতাস, এই জগৎ-সংসারের তুমিই মালিক। কোনো রকম ভূমিকা না টেনেই তোমাকে কিছু কথা বলা জরুরি। দুনিয়ার জন্য তুমি যেসব আইন বহাল রেখেছ, তা বাংলাদেশের দুর্নীতিবাজরা মানছে না। রাষ্ট্র-সমাজ পরিচালনার জন্য নিয়োজিত লোকজনকে তুমি তোমার খলিফা বা প্রতিনিধি রূপে যেভাবে সম্মানিত করার অঙ্গীকার করেছ, তা অস্বীকার করে দুর্বৃত্তরা নিজেদের লোভ-লালসা এবং নফসে আম্মারার দাসত্ব শুরু করেছে।


ফলে ১৮ কোটি বনি আদমের দেশে মজলুমের কান্নায় প্রতি মুহূর্তে আকাশ-বাতাস ভারী হয়ে যাচ্ছে।


হে প্রভু! তুমি যাকে বিত্ত-বৈভব, ধন-সম্পদ দান করেছ, তার সর্বস্ব লুটের জন্য লুটেরারা সিন্ডিকেট করে যেভাবে ডাকাতি শুরু করেছে, তা এই মুহূর্তে তোমার জমিনের অন্য কোথাও ঘটছে কি না, তা আমার জানা নেই। মানুষের পরিশ্রম-মেধা এবং সফলতার ফসল আজ অরক্ষিত। যুগ যুগের মেধা-শ্রম-ত্যাগ-তিতিক্ষার ফসল লুট হয়ে যাচ্ছে কয়েক ঘণ্টার মধ্যে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও