ভয় নয়, সচেতনতাই এইডস প্রতিরোধের মূলমন্ত্র
দেশে এইডস রোগীর সংখ্যা বাড়ছে। যদিও বাংলাদেশকে সাধারণত নিম্ন সংক্রমণ হারের দেশ হিসেবে ধরা হয়, কিন্তু ধীরে ধীরে নতুন শনাক্ত রোগী বাড়ছে। মোট সংক্রমণের হার কম হলেও জনসংখ্যার তুলনায় এইচআইভি আক্রান্তের সংখ্যা নিয়ে এখনো ঝুঁকি বেশি। আমাদের দেশে এইডস বিষয়ে সচেতনতা নেই, প্রচার-প্রচারণাও কমে গেছে। এই খাতে বিদেশি সাহায্য কমে গেছে বা প্রায় বন্ধই বলা চলে। এছাড়া আছে অধিক জনসংখ্যা, শিক্ষার নিন্মহার, মাদকাসক্তির বিস্তার, যৌন ও প্রজনন স্বাস্থ্য সম্পর্কে সচেতনতার অভাব ও এইচআইভি পরীক্ষা নিয়ে সামাজিক লজ্জা ও কলঙ্ক।
ঝুঁকিপূর্ণ গোষ্ঠীগুলোর মধ্যে সংক্রমণের হার তুলনামূলক বেশি। স্বাস্থ্য অধিদপ্তরের হিসেবে আক্রান্তদের একটি বড় অংশ নগরাঞ্চল, বিশেষত ঢাকা ও চট্টগ্রাম অঞ্চলে কেন্দ্রীভূত। আরেকটা বড় ভয় হচ্ছে তরুণ সমাজের মধ্যে আক্রান্তের সংখ্যা বাড়ছে। বাংলাদেশে বর্তমানে এইচআইভির উচ্চ ঝুঁকিতে আছেন প্রধানত পুরুষদের সঙ্গে যৌন সম্পর্ক স্থাপনকারী পুরুষ, ইনজেকশনের মাধ্যমে মাদক গ্রহণকারী ব্যক্তি, নারী-পুরুষ যৌনকর্মী ও অভিবাসী কর্মীরা।