বৈদেশিক বিনিয়োগ বাড়াতে সঠিক উদ্যোগ প্রয়োজন
বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে বিনিয়োগ বৃদ্ধির কোনো বিকল্প নেই। বৈদেশিক বিনিয়োগ, দেশীয় উদ্যোক্তাদের বিনিয়োগ অথবা প্রবাসীদের বিনিয়োগ বৃদ্ধি আমাদের আর্থ-সামাজিক উন্নয়নে খুবই প্রয়োজন। বর্তমানে বাংলাদেশে প্রায় ১৫ লাখ থেকে ১৮ লাখ পর্যন্ত উচ্চশিক্ষিত অর্থাৎ স্নাতক অথবা স্নাতকোত্তর ডিগ্রি অর্জনকারী বেকার রয়েছেন। দেশে প্রতিবছর আট লাখেরও বেশি নতুন গ্র্যাজুয়েট বের হচ্ছেন, কিন্তু উচ্চশিক্ষিত গ্র্যাজুয়েটদের জন্য কর্মসংস্থানের সুযোগ তেমনভাবে সৃষ্টি হচ্ছে না।
উচ্চশিক্ষিত স্নাতক অথবা স্নাতকোত্তর ডিগ্রিধারীদের একটা বিরাট অংশ যোগ্যতা অনুযায়ী চাকরি পাচ্ছেন না। দুঃখজনক হলেও সত্য মাস্টার ডিগ্রি অর্জনকারী অনেকেই ১০ হাজার টাকার চেয়ে কম বেতনে চাকরি করছেন। অনেকে এমন কাজ করতে বাধ্য হচ্ছেন, যেখানে শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন হয় না। শিক্ষার মান বৃদ্ধি ও অন্যান্য যোগ্যতা অথবা দক্ষতা অর্জন করতে পারলে চাকরি পাওয়ার সম্ভাবনা বৃদ্ধি পেলেও বেসরকারি খাতে বিনিয়োগের মাধ্যমে শিল্প-প্রতিষ্ঠান গড়ে না উঠলে উচ্চশিক্ষিত বেকার সমস্যা সমাধান এবং উৎপাদন ও আয় বৃদ্ধি করা সম্ভব নয়।