বাঘ কি হারিয়ে যাবে
সাগর আমাকে উচ্ছ্বসিত করে। সন্ধ্যার আকাশে উড়ে চলা পাখির ঝাঁক আমাকে মুগ্ধ করে। নদীর ছন্দ-সুর, রঙিন পাল তোলা নৌকা, ভাটিয়ালি গান আমার ভালো লাগে। আকাশে সাদা মেঘের ভেলা আমার মন কেড়ে নেয়। সবুজে নিকানো ঢেউ খেলানো পাহাড় আমায় ডাকে। মিষ্টি পানির অথৈ হাওর আমাকে উতলা করে তোলে। নির্মেঘ আকাশের পূর্ণিমার চাঁদের আলোর বন্যায় আমি ভেসে যাই দূরে... বহু দূরে...। বন-বনানীর স্নিগ্ধতায় কানায় কানায় ভরে ওঠে বুকের নদী। তাই তো আমার নিঃশ^াসে প্রকৃতি, প্রশ^াসে প্রকৃতি। আমি প্রকৃতির সন্তান।
আমি ছুটে যাই বারবার প্রকৃতির কাছে। প্রকৃতির স্বচ্ছতা মনের ক্যামেরায় যতটা ভালো লাগা ছড়ায়, যান্ত্রিক ক্যামেরা ততটা পারে না। তবু আমার এবং প্রকৃতি ও জীবন টিমের চেষ্টা অব্যাহত থাকে দর্শক-শ্রোতার ভালো কিছু উপহার দেওয়ার। আমি প্রকৃতি ও জীবন টিমকে সঙ্গে নিয়ে একাধিকবার সুন্দরবনে গিয়েছি ভালোবাসার টানে, মুগ্ধতার টানে। হরিণ, ভোঁদড়, সাপ, পাখ-পাখালি দেখেছি; দুচোখ ভরে বনের ভেতর এঁকেবেঁকে চলা খাল-নদীর জোয়ার-ভাটা দেখেছি; মাটিতে বাঘের পায়ের চিহ্ন দেখেছি। তবে আজও সুন্দরবনের রাজার দেখা পাইনি। এই ম্যানগ্রোভ সুন্দরবন শাসন করে সে। তার ক্ষিপ্রতা, রঙ, আকার, দেহের গঠন, হিংস্রতা, শক্তি, সৌন্দর্য সবকিছু মিলে সুন্দরবনে অনন্য রাজাই বেঙ্গল টাইগার।