টেকসই নগরী হিসেবে রাজধানী ঢাকার বাসযোগ্যতা নিয়ে একজন নগরবাসীকে প্রশ্ন করলে, কতশত কষ্ট আর ভোগান্তির কথা যে শুনতে হবে সেটাতে আর নিস্তার নেই। অন্যদিকে বৈশ্বিক সূচকেও রাজধানীর বাসযোগ্যতার প্রশ্নে যে উত্তর মেলে সেটা নগরবাসীর জন্য শুধু দুশ্চিন্তার নয় বরং বেশ উদ্বেগেরও বটে। কারণ গত ২২ জুন, ২০২৩ লন্ডনভিত্তিক প্রতিষ্ঠান ইকোনমিস্ট ইন্টেলিজেন্স ইউনিটের (ইআইইউ) একটি জরিপের রিপোর্টে প্রকাশ পেয়েছে বাসযোগ্য শহরের তালিকায় ঢাকা অনেক পিছিয়ে এবং এর অবস্থা খুবই খারাপ। ১৭৩টি নগরীর মধ্যে ঢাকার অবস্থান ১৬৬-তে, তার মানে সবচেয়ে নিচের অবস্থান থেকে পর্যায়ক্রমে ৭ নম্বরে, যা নগরবাসীর জন্য এক ধরনের দুঃসংবাদ বলা চলে।
You have reached your daily news limit
Please log in to continue
টেকসই ও বাসযোগ্য রাজধানী ঢাকা ফিরে পেতে চাই
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন