সম্প্রতি পাভলভ মানসিক হাসপাতালে গলায় ডিম আটকাইয়া যুবকের মৃত্যু এক মর্মান্তিক চিত্র তুলিয়া ধরিল। মনোরোগীদের অসহায়তা এবং তাঁহাদের প্রতি নিদারুণ অবহেলার চিত্র। ক্ষুধার তাড়না এবং দ্রুত আহার শেষ করিবার জন্য হাসপাতালের কর্মীদের ধমক— যুগপৎ একটি তরতাজা প্রাণ শেষ করিয়া দিল। অভিযোগ, শ্বাসরুদ্ধ হইয়া যুবক যখন ছটফট করিতেছিলেন, কোনও নার্স সেখানে উপস্থিত ছিলেন না। জায়গাটি সরকারি হাসপাতাল। মানসিক রোগীরা সেখানে চিকিৎসা করাইতে যান। তাঁহারা যাহাতে উপযুক্ত চিকিৎসা, যত্ন, আহার্য পান, তাহা নিশ্চিত করিবার দায়িত্ব সংশ্লিষ্ট কর্তৃপক্ষের। ইহাই কি সেই দায়িত্ববোধের নমুনা?
বহু বারই এই হাসপাতালের রোগীদের শোচনীয় অবস্থার চিত্রটি উঠিয়া আসিয়াছে। কখনও জানা গিয়াছে, অযত্নে তাঁহাদের শরীরে উকুন ঘুরিয়া বেড়ায়, কখনও ওয়ার্ডের বাহিরে দীর্ঘ ক্ষণ মৃতদেহ পড়িয়া থাকে। হাসপাতালের অভ্যন্তরে এক রোগীর মারে অন্য রোগীর মৃত্যু পর্যন্ত ঘটিয়াছে। এবং সেখানেও একই অভিযোগ শুনা গিয়াছিল যে, কোনও নার্স বা কর্মী গোলমাল থামাইতে অগ্রসর হন নাই।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.