বেসরকারি মেডিকেল কলেজ তাহলে কী জন্যে?, স্বাস্থ্যমন্ত্রী-সচিব শুনছেন?
গুরুতর একটি প্রশ্ন তুলতে চাই। দেশে যে ৭০টি বেসরকারি মেডিকেল কলেজ ও হাসপাতাল রয়েছে সেগুলো আসলে কি জন্যে? স্নাতক পর্যায়ে মেডিকেল শিক্ষা? মানে এমবিবিএস চিকিৎসক তৈরি করা। আর চিকিৎসা সেবা দেওয়া? মাননীয় স্বাস্থ্যমন্ত্রীকে এই প্রশ্নের উত্তর দিতে হবে। এ বিষয়ে সদুত্তর নিশ্চয়ই দেবেন স্বাস্থ্য সচিবও। পরিষ্কার কথা আমরা জানতে চাই বুঝতে চাই যে বেসরকারি মেডিকেল কলেজ ও হাসপাতালে আসলে কী হয়। কোটি টাকা খরচ করে একটি বেসরকারি মেডিকেল কলেজ থেকে যে শিক্ষার্থী একজন চিকিৎসক হিসেবে বের হন দেশের সামগ্রিক চিকিৎসা সেবায় তার ভূমিকা কতখানি আমাদের এখন সেটি জানতে হবে। একইভাবে সরকার যেসব চিকিৎসা সেবা দেওয়ার শর্তে বেসরকারি পর্যায়ে মেডিকেল কলেজ ও হাসপাতাল স্থাপনের অনুমতি দেয় তার কতটুকু প্রতিপালন করা হয়, সেটিও জানা জরুরি এখন।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.