মেগা প্রকল্প পরিত্যাগ নয়, প্রয়োজন দুর্নীতিমুক্তকরণ

www.ajkerpatrika.com আবু তাহের খান প্রকাশিত: ০৭ জানুয়ারি ২০২৬, ১৩:৩৯

সম্প্রতি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ‘বিএনপির অন্যতম লক্ষ্য, দলটি মেগা প্রকল্পে যাবে না।...মেগা প্রকল্প মানেই মেগা দুর্নীতি।’ তারেক রহমানের এ বক্তব্যকে বিএনপির নেতা-কর্মীরা হাততালি দিয়ে স্বাগত জানালেও ধারণাগতভাবে তো বটেই, বাস্তব প্রয়োজনের নিরিখেও চিন্তাটি সঠিক নয়। কারণ, অর্থনীতির বহুমাত্রিক ও উঁচুমাত্রার উন্নয়ন ঘটাতে হলে বর্তমান বৈশ্বিক প্রেক্ষাপটে মেগা প্রকল্পের কোনো বিকল্প নেই।


দেড় দশকের বেশি সময় স্থায়ীভাবে বিদেশে কাটানোর পাশাপাশি এ সময়ে সক্রিয় রাজনীতিতে যুক্ত থাকার সুবাদে বিএনপিপ্রধানের এটি মোটেও অজানা থাকার কথা নয়। তারপরও যে তিনি এমনটি বললেন, তার কারণ সম্ভবত বিগত সরকারের আমলে বাস্তবায়িত বিভিন্ন মেগা প্রকল্প নিয়ে বিভিন্ন সমালোচনা চালু থাকা। বস্তুত ওই সব সমালোচনা নিজ দলের পক্ষে কাজে লাগানোর জন্যই হয়তো জনপ্রিয়তা অর্জনের কৌশল হিসেবে তিনি এমনটি বলেছেন। মেগা প্রকল্প কেন দরকার, সেসব নিয়ে খানিকটা আলোকপাত করা হলো।


প্রথম কথা হচ্ছে, বিজ্ঞান ও প্রাযুক্তিক উদ্ভাবনার ব্যাপক উৎকর্ষের এই যুগে বৈশ্বিক উন্নয়নধারার সঙ্গে সংগতি রেখে নিজ দেশকে এগিয়ে নিতে হলে এবং অমর্যাদাকর একচ্ছত্র ভোক্তা পরিচয় গুছিয়ে নিজেদের উৎপাদক রাষ্ট্রের কাতারে যুক্ত করতে চাইলে মেগা প্রকল্প নিতেই হবে। অর্থাৎ মেগা প্রকল্প গ্রহণ কোনো দোষণীয় ধারণা নয়; বরং তা গ্রহণ না করা কিংবা করতে না চাওয়াটাই অধিক দোষণীয়। উন্নয়ন ও অর্থনীতিবিষয়ক পেশাজীবীমাত্রই স্বীকার করবেন, কোনো দেশের কৃষি, শিল্প, জ্বালানি, অবকাঠামো ইত্যাদির মতো মৌলিক অর্থনৈতিক খাতগুলো কখনোই বড় বিনিয়োগ তথা মেগা প্রকল্প ছাড়া বৃহৎ পরিসরে এগিয়ে নেওয়া সম্ভব নয়।


পাশ্চাত্য ও প্রাচ্যের যেসব দেশ ইতিমধ্যে বড় মাপের অর্থনৈতিক পরাশক্তি হয়ে উঠতে পেরেছে, সবাই বিভিন্ন ধরনের মেগা প্রকল্পের ওপর ভর করেই তা করেছে। অতএব সে ধরনের অর্থনৈতিক শক্তি হয়ে উঠতে হলে বাংলাদেশকেও সে পথেই এগোতে হবে, ছোট মাপের খুদে প্রকল্প দিয়ে যা কখনোই সম্ভব নয়। খুদে প্রকল্প অবশ্যই থাকবে। তবে তা থাকবে মেগা প্রকল্পের সম্পূরক হিসেবে। আর মেগা প্রকল্প বাস্তবায়ন করতে গিয়ে সেখানে যদি দুর্নীতি ও অনিয়মের সংশ্লেষ ঘটে, তাহলে সেই দোষ মেগা প্রকল্পের নয়, তার জন্য দায়ী এর গ্রহণকারী ও বাস্তবায়নকারীরা। ফলে মাথাব্যথার কারণে মাথা কেটে ফেলা কোনো যৌক্তিক সিদ্ধান্ত নয়।


উল্লিখিত মেগা প্রকল্প গ্রহণ করতে হবে প্রকৃত প্রয়োজনের নিরিখে, চুলচেরা বিশ্লেষণের ভিত্তিতে, অপ্রয়োজনীয় ব্যয় পরিহার করে এবং সর্বোপরি বৃহত্তর জনগণের কল্যাণ ও স্বার্থে। আর সেভাবে এগোতে পারলে মেগা প্রকল্পই বরং হয়ে উঠতে পারে বাংলাদেশে উন্নয়নের সবচেয়ে লাগসই কৌশল এবং সেরূপ পরিস্থিতিতে আরও বেশি সংখ্যায় মেগা প্রকল্প গ্রহণের ঘোষণাই রাজনীতিবিদদের কাছেও অধিক জনপ্রিয় অঙ্গীকার হয়ে দেখা দিতে পারে। তবে প্রসঙ্গত বলে রাখা প্রয়োজন, মেগা প্রকল্পকে দুর্নীতির বাইরে রাখতে চাইলে একদিকে এর গ্রহণের প্রক্রিয়াকে যেমন স্বচ্ছ ও যুক্তিনির্ভর হতে হবে, অন্যদিকে এগুলোর বাস্তবায়ন পর্যায়ে থাকতে হবে কঠোর ও স্বাধীন পরিধারণব্যবস্থা। আর তা থাকা শুধু তখনই সম্ভব, যখন দেশে একটি পরিপূর্ণ জনপ্রতিনিধিত্বশীল ও জবাবদিহিপূর্ণ সরকার ক্ষমতায় থাকবে। আর তাই হওয়া উচিত বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নের অন্যতম পূর্বশর্ত।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও