কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

মাদক নির্মূল কি এতই সোজা?

ইত্তেফাক সম্পাদকীয় প্রকাশিত: ২০ জানুয়ারি ২০২০, ১৬:১০

অনেকের মতে, আমরা মাদকের সাগরে ভাসিতেছি। কেবল আমরা নহি, এই বিশ্বের অনেক বড়ো বড়ো দেশও মাদকের সমস্যা নির্মূলে কোটি কোটি ডলার ব্যয় করিবার পরও হিমশিম খাইতেছে। বাংলাদেশে কোন কোন রুট ধরিয়া এবং কীভাবে নূতন রুট তৈরি করিয়া ইয়াবা পাচারের জাল বিছানো হইয়াছে—তাহার স্পষ্ট চিত্র পত্রিকান্তরে প্রকাশিত হয় প্রায়শই। সত্যিকার অর্থে বাংলাদেশে এখন নানান হাত বদলের মাধ্যমে লক্ষ লক্ষ মানুষ তাহাদের জীবিকা নির্বাহের অন্যতম প্রধান খাত হিসাবে গড়িয়া তুলিয়াছে এই মাদক ব্যবসায়। জানা গিয়াছে, কেবল ইয়াবা বড়ির জন্যই মাদকসেবীরা বত্সরে খরচ করিয়া থাকে প্রায় সাড়ে ছয় হাজার কোটি টাকা! মাদকের নেশায় ছেলের হাতে খুন হইয়াছেন শত শত বাবা-মা। স্বামীর হাতে খুন হইয়াছেন আড়াই শতাধিক নারী। মাদক সেবন লইয়া বিরোধে বিবাহবিচ্ছেদ ঘটিয়াছে ছয় সহস্রাধিক।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও