গত ৯ ডিসেম্বর সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন হয়ে গেল। সমাবর্তন একটি বিশ্ববিদ্যালয়ের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ অনুষ্ঠান। এ অনুষ্ঠানের মধ্য দিয়ে বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা যারা লেখাপড়া শেষ করে, পাস, অনার্স, মাস্টার্স, এমফিল ও পিএইচডি ডিগ্রি অর্জনের যোগ্যতা অর্জন করে, তাদের আনুষ্ঠানিকভাবে সনদপত্র দেয়া হয়। এ উপলক্ষে অনুষ্ঠানের যারা পৌরহিত্য করেন এবং যারা সনদ অর্জন করেন, তাদের বিশেষ গাউন পরতে হয়। ডিগ্রির স্তরভেদ অনুযায়ী গাউনেরও রকমফের হয়। শিক্ষার্থীদের জন্য কনভোকেশন দিবসটি খুবই আনন্দের ও গৌরবেরও বটে। শিক্ষার্থীরা কনভোকেশন গাউন পরে পিতা-মাতা বা অভিভাবকদের সঙ্গে ছবি তোলে। ছবি তোলা হয় বন্ধুবান্ধবদের সঙ্গেও। কনভোকেশনের দিনটি জীবনে বারবার আসে না। তবে একাধিকবার আসতে পারে। নির্ভর করে কে কতটা ডিগ্রি অর্জন করল তার ওপর।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.