
বাংলাদেশের ১৬ বছরের রাজনৈতিক ও সামাজিক বিপর্যয়
গত ১৬ বছরে, বাংলাদেশ এক ফ্যাসিস্ট শাসন ব্যবস্থার মুখোমুখি হয়েছে যার ফলে দেশ এবং সমাজের সকল স্তরে এক ধরনের বিপর্যয় ঘটে গেছে। এই সময়ে নির্বাচনি প্রহসন, রাজনৈতিক প্রতিপক্ষ দমন, বিচারহীন গুম-খুন, দুর্নীতি, নাগরিক স্বাধীনতা খর্ব ও রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর দলীয়করণ বাংলাদেশে গণতন্ত্রের ভিত্তিকে দুর্বল করে দিয়েছে। কেবল রাজনৈতিক প্রাঙ্গণে নয়, প্রতিটি সরকারি প্রতিষ্ঠান, বাহিনী, অর্থনীতি, শিক্ষা এবং সামাজিক কাঠামোতেও এর নেতিবাচক প্রভাব পড়েছে। ফলে আজ প্রতিটি নাগরিকের জীবনে এক ধরনের অস্থিরতা, ভয় এবং আস্থাহীনতা দৃশ্যমান। যেন কোন এক জাদুকর তার ভয়ংকর মন্ত্রের মাধ্যমে দেশের কাঠামোকে এবং লোভাতুর মানুষগুলিকে তার যন্তর মন্তর ঘরে ঢুকিয়ে মগজ ধোলাই করে দিয়েছিল। তার সেই ঘোর নেশা এখনও রয়ে গেছে অনেকের মাঝে।
২০০৮ সালের নির্বাচনের পর ক্ষমতায় এসে আওয়ামী লীগ সরকার প্রাথমিকভাবে উন্নয়ন ও
স্থিতিশীলতার প্রতিশ্রুতি দিয়েছিল। কিন্তু অল্প সময়ের মধ্যে শাসনব্যবস্থা একচেটিয়া হয়ে ওঠে। ২০১৪ এবং ২০১৮ এর প্রহসনের নির্বাচন এবং ২০২৪–২৫ সময়কালে ভোটের বৈধতা নিয়ে দেশি-বিদেশি প্রশ্ন—সব মিলিয়ে ক্ষমতার একচেটিয়াকরণ জনআস্থাকে ক্ষয় করেছে। অগণতান্ত্রিক রাজনীতির একচেটিয়াকরণ, আইনের শাসন উপেক্ষা ও মানবাধিকার অবস্থা অবনতি, দুর্নীতি, অর্থনীতিতে ধস, শিক্ষাব্যবস্থার নিম্নমান, আইন-শৃঙ্খলার অবনতি, সামাজিক অর্ডারের অবক্ষয় – সবকিছু মিলে সার্বিক ভাবে দেশের রাজনৈতিক এবং সামাজিক কাঠামোতে একটা বিরাট নেতিবাচক পরিবর্তন হয়েছে যার উত্তরণ এখন একটা বিরাট চ্যালেঞ্জ।
- ট্যাগ:
- মতামত
- সামাজিক অবক্ষয়
- সামাজিকায়ন