
ডিম ছুড়ে আওয়ামী লীগ কী অর্জন করল!
গত ২১ সেপ্টেম্বর নিউইয়র্কের জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে আওয়ামী লীগ কর্মীরা বিএনপি ও এনসিপি নেতাদের যে অশ্রাব্য ভাষায় গালাগাল করেছে, তা সাধারণ মানুষের ভেতর ব্যাপক প্রতিক্রিয়া তৈরি করেছে। বিশেষ করে এনসিপির জেষ্ঠ্য যুগ্ম-সদস্য সচিব ডা.তাসনিম জারাকে যে নোংরা ও অশ্লীল ভাষায় কটূক্তি করেছে, তা বর্ণনাতীত। শেখ হাসিনার কর্মীদের এসব কটূক্তি নিয়ে নেটদুনিয়ায় বিস্তর তোলপাড় হয়েছে।
যে যার দৃষ্টিকোণ থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে মন্তব্য করে প্রতিক্রিয়া জানিয়েছেন। এসব প্রতিক্রিয়ার মধ্যে দু-একটি তির্যক মন্তব্য অনেকেরই দৃষ্টি আকর্ষণ করেছে। এক নেটিজেন লিখেছেন,‘ পনেরো বছর ধরে যে দলীয় নেত্রীর মুখে প্রতিপক্ষকে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করতে শুনেছি, সেই নেত্রীর কর্মীদের মুখে এমন অকথ্য ভাষা শোনা যাবে, এটাই তো স্বাভাবিক! নোংরা ভাষায় রাজনৈতিক প্রতিপক্ষকে আক্রমণ করাই এখন আওয়ামী লীগের রাজনৈতিক সংস্কৃতিরই একটি অংশ’। অন্য আরেকজন লিখেছেন, ‘ছি..ছি.. ছি হাসিনার কর্মীরা যে ঘৃণ্য ‘বিশেষণ’ দিয়ে ডা. তাসনিম জারাকে গালি দিয়েছে, তাতে হাসিনা নিশ্চয়ই খুশি হয়েছেন। হাসিনার মতো নোংরা মনের মানুষের পক্ষেই তা সম্ভব!’
- ট্যাগ:
- মতামত
- ডিম ছোড়া
- আওয়ামী লীগ