
ঐক্যই জাতির রক্ষাকবচ
ঐক্যই সাফল্যের মূল চাবিকাঠি। ‘ঐক্যে বল, বিভক্তিতে পতন’-এ সত্যকে সর্বজনীন সত্য হিসাবে ধরা হয়। যখন একটি জাতি ঐক্যবদ্ধ থাকে, তখন কোনো শক্তিই তাদের ক্ষতি করতে পারে না, কিন্তু বিভক্তি একটি জাতিকে ধ্বংস করতে সক্ষম। ১৯৭১ সালে জনগণের ঐক্য বাংলাদেশের জন্মকে সম্ভব করেছিল। আবার স্বাধীনতার পর মানুষের বিভাজনই জাতিকে ভোগান্তির মধ্যে ফেলেছিল। বাংলাদেশের জন্মের পর সবচেয়ে বেশি প্রয়োজন ছিল জাতীয় ঐক্যের, অথচ তখনই জাতি বিভক্ত হয়ে পড়ে।
দুর্ভাগ্যজনকভাবে আমাদের নেতারা এ সহজ সত্যটি উপলব্ধি করতে পারেননি এবং শুরু থেকেই বিভেদের নীতি অনুসরণ করেছেন। স্বাধীন জাতি হিসাবে যাত্রা শুরু করার পর থেকেই আমরা সমাজে বিভেদের উত্তরাধিকার বহন করে চলেছি এবং আমাদের শত্রুরা নিজেদের স্বার্থে সেটিকে কাজে লাগানোর সুযোগ পেয়েছে। জাতীয় জীবনে বিভেদের পরিণতি সম্পূর্ণভাবে জানার পরও আমরা বারবার বিভক্তির শিকার হয়েছি গত কয়েক দশকের স্বাধীনতার পথচলায়।