
এই মৃত্যু কি আমরা এড়াতে পারতাম না
উত্তরার মাইলস্টোন স্কুলে বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে এতগুলো কোমলমতি শিশুর প্রাণহানির ঘটনা অত্যন্ত মর্মান্তিক। বিমানটি এমন এক স্থানে বিধ্বস্ত হলো, যেখানে ছোট বাচ্চারা ক্লাসরুমে ছিল। মৃত এবং আহত শিশুদের মা-বাবাদের প্রতি আমি গভীর সমবেদনা প্রকাশ করছি। আহত সবার সুস্থতা কামনা করছি। যে প্রশিক্ষণার্থী চালক বিমানটি চালাচ্ছিলেন, তাঁর মৃত্যুও আমাদের ব্যথিত করেছে।
প্রশ্ন হলো, আমরা এ দুর্ঘটনা ও এতগুলো মৃত্যু এড়াতে পারতাম কি না। হয়তো পারতাম, যদি আমাদের যুদ্ধবিমান উড্ডয়নের জন্য কোনো স্বতন্ত্র রানওয়ে থাকত, যার অবস্থান হতো লোকালয় থেকে দূরে বিস্তীর্ণ মাঠ অথবা চর অঞ্চল অথবা অন্য কোনো জায়গায়। যেমন লালমনিরহাটের পরিত্যক্ত বিমানবন্দরটি আমরা চালু করতে পারতাম। প্রসঙ্গত, পৃথিবীর সব দেশেই প্রশিক্ষণ বিমানের উড্ডয়ন ও ল্যান্ডিং করা হয় নির্জন বা কম বসতিপূর্ণ এলাকায়; সেখানে দুর্ঘটনা ঘটলেও ক্ষতির পরিমাণ অনেক কম হয়।
- ট্যাগ:
- মতামত
- বিমান বিধ্বস্ত
- বিমানবাহিনী