You have reached your daily news limit

Please log in to continue


দুর্গাপূজার সমৃদ্ধ অর্থনীতি

ছোটবেলা থেকে অনেক হিন্দু ধর্মাবলম্বী ভালো বন্ধু থাকায় দুর্গাপূজা সবসময়ই একটা দারুণ আনন্দের উপলক্ষ ছিল আমার জন্য। সম্ভবত আমার মতো অনেকের জন্যই। প্রতিবছরের মতো এইবারও শুরু হয়েছে হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। দুর্গাপূজাকে কেন্দ্র করে জমে ওঠে বাজার। ঘুরে অর্থনীতির চাকা।

পূজার সামগ্রিক অর্থনীতির বিস্তর বিশ্লেষণ করলে একজন নারী উদ্যোক্তাদের প্রতিনিধি হিসেবে আমার বেশ কয়েকটি অনুধাবন রয়েছে। প্রথমত, হিন্দু সম্প্রদায়ের মূল উৎসবের কেনাকাটায় বিক্রি বাড়ে মার্কেটে, অনলাইনে।

উই-এর উদ্যোক্তারা পুরোদমে পূজার ক্রেতাদের সেরা পণ্যটি দ্রুত পৌঁছাতে ব্যস্ত। বিশ্বজুড়ে মন্দা অর্থনীতির প্রভাব পূজাতে পড়েছে কিছু, তবে আমাদের দেশের হিন্দু ধর্মাবলম্বীদের বড় অংশ কেনাকাটায় জমিয়ে তুলেছেন এবারের পূজাকে।

প্রতিমার সাজসজ্জা থেকে শুরু করে মুকুট, শাড়ি, অলংকার, লেস, সিঁদুর, ফুলের মালা, প্রতীকী অস্ত্র এসব উপকরণ কিনতে অনেকে দূরদূরান্ত থেকে ছুটে আসেন ঢাকার শাঁখারীবাজারে। পূজার জন্য প্রায় ১০০ উপকরণের প্রয়োজন হয়। শাঁখারীবাজার থেকেই এসব উপকরণ সংগ্রহ করা যায়।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন