করোনা মহামারি আমাদের দেখিয়ে দিয়েছে যে আমাদের চিকিৎসাব্যবস্থা কতটা ভঙ্গুর। একটি টেকসই স্বাস্থ্যকাঠামো গড়ে তুলতে না পারার ব্যর্থতাও প্রকাশ হয়ে পড়ে। এ ছাড়া অব্যবস্থাপনা, দুর্নীতি ও অনিয়ম তো আছেই।
করোনা মহামারির সময় নিবিড় পরিচর্যা কেন্দ্রের (আইসিইউ) চরম সংকটের বিষয়টি মানুষ নিশ্চয়ই এখনো ভুলে যায়নি। এখনো জরুরি মুহূর্তে মানুষ আইসিইউর জন্য বিভাগীয় শহর ও রাজধানী শহরের জন্য নির্ভরশীল। জেলায় জেলায় হাসপাতালগুলোয় আইসিইউ ব্যবস্থা গড়ে তোলার কথা থাকলেও এখনো তা হয়নি। করোনা মহামারি আমরা পার হয়ে এসেছি।
কিন্তু জামালপুরে জেনারেল হাসপাতালের আইসিইউ নিয়ে প্রথম আলোর প্রতিবেদনে আমাদের অবাক হতে হয়। সেখানে আট বছর আগে আইসিইউ উদ্বোধন হলেও এখন পর্যন্ত তা চালু হয়নি। অথচ সব ধরনের প্রয়োজনীয় সরঞ্জামও সেখানে আছে। অথচ অসংখ্য মুমূর্ষু রোগী আইসিইউ সেবা থেকে বঞ্চিত হচ্ছে এবং দুর্ভোগের শিকার হচ্ছে।