You have reached your daily news limit

Please log in to continue


অনানুষ্ঠানিক খাতের জীবন-জীবিকার সমস্যা ও তার সমাধান

অনানুষ্ঠানিক খাতের বিশালতার কারণ বিশ্লেষণে দারিদ্র্য ও বেকারত্ব যতটা দেখা যায় তটটা দেখা যায় না আয় ও সম্পদের অসমতার বিষয়টা। কিন্তু অসমতা যে একটি মৌলিক কারণ তা ধারণা ও ব্যাখ্যা করা যায় এ বিষয়ে একটি ছোট এনেকডোটের মাধ্যমে। আমি একবার এক তরুণ শিক্ষিত ছেলের চাকরির জন্য আমার এক ডাক্তার মামার কাছে নিয়ে যাই। তিনি আমাকে ও ওই ছেলেটিকে বলে উঠলেন, ঢাকা শহরে টাকা উড়ে যে যেখান দিয়ে পারে ধরে!

এই যে অসংখ্য মানুষ ঢাকার মতো মহানগরে এসে কিছু করে জীবিকা নির্বাহ করছে তারা দেখছে, এখানে নাগরিকদের হাতে টাকা আছে। রিকশা দিয়ে গন্তব্যে পৌঁছে ২০-৩০-৫০ টাকা দিতে একজন নাগরিকের পক্ষে, সে ছাত্র-ছাত্রী হোক বা অফিস কর্মচারী হোক, খুব অসুবিধা হয় না। কিন্তু একজন রিকশাচালকের জন্য এ ধরনের ট্রিপ দিয়ে রোজগার বড় অর্জন। এই যে ঘরে ঘরে গৃহকর্মী ও অনেক নাগরিকের গাড়িচালক—এটাও বিভিন্ন আয়ের নাগরিকদের নগর বলেই তো! এরপর আছে সম্পদশালী ও উপার্জনকারীদের বিভিন্ন সেবা ও কাজের জন্য ব্যয়ের সক্ষমতা। এ ধরনের হাজারো উদাহরণ পাওয়া যাবে যা ইঙ্গিত করে প্রাচুর্য আছে বলেই তা থেকে কিছু পাওয়ার জন্য সেবা প্রদানে উদগ্রীব মানুষের ভিড়।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন