![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fimages.prothomalo.com%2Fprothomalo-bangla%252F2020-10%252F0ecf7067-d7c9-4778-946d-6ab4364b034e%252Feditorial_2.png%3Frect%3D0%252C84%252C1600%252C900%26auto%3Dformat%252Ccompress%26fmt%3Dwebp%26format%3Dwebp%26w%3D700%26dpr%3D1.1)
অনিয়ন্ত্রিত বাজারব্যবস্থার দরুন বিপর্যস্ত জনজীবন। বেশি কষ্টে আছেন দরিদ্র, খেটে খাওয়া ও নিম্ন আয়ের মানুষেরা। পরিস্থিতি সামাল দিতে টিসিবি, ওএমএসের মতো খাদ্যবান্ধব কর্মসূচি চালু রেখেছে সরকার। যদিও সেসব কর্মসূচি কোনো অর্থেই যথেষ্ট নয়।
অনেক মানুষ সারা রাত লাইন ধরেও খাদ্যপণ্য না পেয়ে ফেরত যাচ্ছেন। কয়েক মাস ধরে সংবাদমাধ্যমগুলোতে এমন খবর প্রতিদিনই আমরা দেখছি। এমন পরিস্থিতিতে দেখা যাচ্ছে, ওএমএসের চাল সাধারণ মানুষের মধ্যে বিক্রি না করে নিজেই রেখে দিয়েছেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের এক কাউন্সিলর।
- ট্যাগ:
- মতামত
- জনপ্রতিনিধি
- বাজার ব্যবস্থাপনা