নবীকে নিয়ে বিতর্ক: ভারত কেন কূটনৈতিক চাপের মুখে?
যে ১৫ টি মুসলিম দেশ ভারতের মুসলিম বিদ্বেষের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে প্রতিবাদ জানিয়েছে, তাদের মধ্যে ইরান হচ্ছে একমাত্র দেশ যাদের সাথে মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের সম্পর্ক শীতল। বিশেষ করে সৌদি আরবের সঙ্গে সম্পর্কটি শিয়া ও সুন্নির বিভাজনের কারণে বহুকাল যাবৎ শীতল পর্যায়ে রয়েছে। এমনকি মাঝে কিছুদিন ইরানীদের হজ পালন বন্ধ ছিল।
তারপরও হঠাৎ করে সৌদি আরবের নেতৃত্বাধীন অন্যান্য দেশগুলো কেন এই প্রতিবাদ করলো? যে বিষয়ে প্রতিবাদ উচ্চারিত হয়েছে তার থেকেও ভয়ঙ্কর ঘটনা অতীতে ভারতে সংঘটিত হয়েছে বহুবার।
লাগাতারভাবে মুসলিম বিদ্বেষ ভারতের ক্ষমতাসীন রাজনৈতিক দল বিজেপি ও তার সহযোগী সংগঠন সংঘ পরিবার তাদের রাজনৈতিক কৌশল হিসেবে গ্রহণ করেছে। দীর্ঘ একটা সময় কখনোই এ বিষয়ে কোনো মত প্রকাশ করতে দেখা যায়নি ওই প্রতিবাদকারী আরব দেশগুলোর পক্ষ থেকে। তাহলে এখন কেন?