কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

হ্যাঁ, ‘মিরাকল অব গড’ পুতিন ‘ধর্মযুদ্ধে’

প্রথম আলো সারফুদ্দিন আহমেদ প্রকাশিত: ৩০ মার্চ ২০২২, ১৯:১৯

ক্রেমলিনে ভ্লাদিমির পুতিনের তৃতীয় দফা নির্বাচনের তারিখ ছিল ২০১২ সালের ৪ মার্চ। তার ঠিক আগের মাসে, অর্থাৎ ফেব্রুয়ারি মাসের ৮ তারিখে রাশিয়ান অর্থোডক্স চার্চের সর্বোচ্চ পুরোহিত প্যাট্রিয়ার্ক কিরিল একটি সভায় পুতিনকে ‘মিরাকল অব গড’ বা ‘ঈশ্বরের কুদরত’ বলে অভিহিত করেছিলেন।


সভাটির আয়োজন করা হয়েছিল মস্কোর প্রাচীন ঐতিহাসিক অর্থোডক্স গির্জা সেন্ট দানিলভ (পশ্চিমারা বলেন, ‘সেন্ট দানিয়েল’) মনাস্ট্রিতে। সেখানে পুতিন ও প্যাট্রিয়ার্ক কিরিল ছাড়াও ইহুদি ও মুসলমানদের ধর্মীয় নেতারাও ছিলেন। সভায় উপস্থিত ছিলেন রাশিয়ার ইহুদি সম্প্রদায়ের প্রধান রাব্বি বেরেল লাজার। ছিলেন, মুসলমানদের শীর্ষস্থানীয় মুফতি রাভিল গাইনুৎদিন এবং উত্তর ককেশাসের শীর্ষস্থানীয় মুফতি ইসমাইল বারদিয়েভ। এ ছাড়া ছিলেন একজন বৌদ্ধ লামা, একজন আর্মেনীয় লামা এবং রোমান ক্যাথলিক ও অন্য খ্রিষ্ট চার্চের প্রতিনিধিরা। ওই সময় পুতিন ক্রেমলিনে তার তৃতীয় মেয়াদের জয়ের জন্য ধর্মীয় নেতাদের সমর্থন চাচ্ছিলেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও