কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

কী মানদণ্ডে নাম বাছাই হচ্ছে তা প্রকাশ করতে হবে

কালের কণ্ঠ ড. বদিউল আলম মজুমদার প্রকাশিত: ১৩ ফেব্রুয়ারি ২০২২, ১২:০৮

নির্বাচন কমিশন (ইসি) গঠনের লক্ষ্যে গঠিত সার্চ কমিটির সঙ্গে গতকাল অনুষ্ঠিত বৈঠকে দেশের বিশিষ্ট ব্যক্তিরা যেসব পরামর্শ দিয়েছেন তার মধ্যে দুটি পরামর্শ গুরুত্বপূর্ণ। একটি হচ্ছে ইসি গঠনের ক্ষেত্রে বর্তমান বা অতীতের দলীয় সরকারের সুবিধাভোগীরা স্থান না পান তা সার্চ কমিটিকে নিশ্চিত করতে হবে। অন্য পরামর্শটি হলো, রাষ্ট্রপতির কাছে চূড়ান্ত তালিকা জমা দেওয়ার আগেই যেন তা জনসমক্ষে প্রকাশ করা হয়। তা ছাড়া প্রধান নির্বাচন কমিশনার ও নির্বাচন কমিশনার পদে অনেক বেশি নাম প্রস্তাব করা হয়েছে এবার। বিশেষ করে ব্যক্তি পর্যায়ে এবার নাম প্রস্তাব করা হয়েছে অনেক বেশি। বিষয়টি নিয়ে আলাপ-আলোচনা হচ্ছে। তবে আমি মনে করি এটা ইতিবাচক।  


এটা যুক্তিসংগত যে সরকারের যাঁরা সুবিধাভোগী কিংবা বিশ্বাসভাজন তাঁদের কারোরই নির্বাচন কমিশনে নিয়োগ দেওয়া সমীচীন হবে না, যেটা অতীতে ঘটেছে এবং যার মাসুল জাতি হিসেবে আমরা দিচ্ছি। সার্চ কমিটির কাছে জাতির প্রত্যাশা হলো, স্বচ্ছতা ও নিরপেক্ষতার নীতি অনুসরণ করে তাঁরা তাঁদের দায়িত্ব পালন করবেন এবং ইসি গঠনের জন্য যোগ্যতা, সততা ও সুনামের ভিত্তিতে ব্যক্তিদের বাছাই করবেন। স্বচ্ছতা ও সুনামের পরিমাপের একমাত্র পথ হলো এসব ব্যক্তি সম্পর্কে জনশ্রুতি। তাই বাছাইকৃত নামগুলো যদি প্রকাশ করা হয়, তাহলে তাঁদের সম্পর্কে, তাঁদের সুনাম-দুর্নাম সব কিছু সম্পর্কে জানা যাবে। তাঁদের সততা ও দলীয় সম্পৃক্ততা আছে কিংবা ছিল কি না সে সম্পর্কে জানা যাবে। তাঁদের সম্পর্কে দুর্নীতির কোনো অভিযোগ আছে কি না সেটাও জানা যাবে। তাঁদের দক্ষতা, প্রজ্ঞা ও নিরপেক্ষতা সম্পর্কে কী জনশ্রুতি রয়েছে, সে সম্পর্কে জেনে তাঁদের যোগ্যতা নিরূপণ করা যাবে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও