
মতিহার সবুজ চত্বরে রাজশাহী বিশ্ববিদ্যালয়
সবুজে ঘেরা রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। ক্যাম্পাসের মূল ফটক দিয়ে প্রবেশ করতেই সারি সারি লম্বা লম্বা বিদেশি গাছ। চোখ এড়িয়ে যাওয়া লম্বা পিচ ঢালা পথ (যার নাম প্যারিস রোড বলে পরিচিত) গিয়ে ঠেকেছে শহীদ অধ্যাপক মুহাম্মদ শামসুজ্জোহার সমাধি স্থলে।
তারপর একটা গোল বৃত্ত। এইবার আপনি পথ খুঁজে নেন কোন দিকে যাবেন। উন্মুক্ত চিন্তার জন্য আপনাকেই বেছে নিতে হবে সঠিক পথ কোনটি। ঠিক একইভাবে বিশ্ববিদ্যালয়ের প্রতীকটির (লোগো) দিকে দৃষ্টি রাখলে বুঝতে পারবেন এটিও বৃত্তাকারের এবং চারপাশে সূর্যের আলোকরশ্মির রেখা এবং একটি বই, একটি আকাশ। তা হয়তো প্রমাণ করে বিশ্বের প্রতীক।
একটি উন্মুক্ত গ্রন্থ যা জ্ঞানের প্রতীক এবং আকাশদৃষ্টি থেকে শাপলা ফুল সৌন্দর্য, পবিত্রতা ও জাতীয় প্রতীক। এটি সূর্য অর্থেও প্রমাণ ও শক্তির উৎস। প্রতীকের রং বৃত্ত ও মূল গ্রন্থ কোবাল্ট ব্লু। তা হয়তো আকাশ, নদী ও উদারতার রং-এর পরিচয় বহন করে।
গ্রন্থের বাইরের রেখা রক্তলাল, জাতীয় পতাকার রং যেমন হয়। গ্রন্থের মধ্যরেখা সোনালী, সোনার মতোই মূল্যবান শিক্ষার গুণগত মূল্য। ১৯৫৩ সালে ৬ জুলাই প্রতিষ্ঠিত হয় রাজশাহী বিশ্ববিদ্যালয়। সময় গড়াতে গড়াতে আজ এই সময়ে এসে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে এখনো।
রোদে পুড়ে, বৃষ্টিতে ভিজে ইতিহাসে বিবর্তনে, বয়সের অভিজ্ঞতায় আগামী প্রজন্মকে কিছু একটা বলতে চায়। কিন্তু আমাদের শোনার সময় নেই। এখানে একটা ছোট্ট অভিজ্ঞতার কথা বলি, বিশ্ববিদ্যালয় শেষ বর্ষের এক শিক্ষার্থীকে জিজ্ঞাসা করি তোমাদের বিশ্ববিদ্যালয়ের মনোগ্রামটি কে করেছিল, মানে লোগোর নকশা কে করেছিল বলতে পারো?
শিক্ষার্থী উত্তর করতে পারলেন না। শেষে আমাকেই বলতে হলো, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মনোগ্রামটির মূল নকশা করেন গোলাম সারওয়ার, পরবর্তীতে কিছুটা পরিবর্তন আনেন শিল্পাচার্য জয়নুল আবেদিন এবং শিল্পী হাশেম খান। আমাদের জানার অনেক কিছু আছে কিন্তু জানি না কিছুই।
আজ বিশ্ববিদ্যালয়টি ঝাঁকড়া সবুজ, সময়ের আন্দোলনের প্রতীক মাথা উঁচু করে আছে। এবার তেমন উৎসব নেই, তবে বিশ্ববিদ্যালয়কে আলোকিত করার জন্য রঙিন বাতি দিয়ে সাজানো হয়েছে। সাংস্কৃতিক অনুষ্ঠান করার মতো তেমন কোনো সংগঠনের প্রস্তুতি এখনো পর্যন্ত চোখে পড়লো না।
আমার জানামতে, শহীদ সুখরঞ্জন সমাদ্দার ছাত্র-শিক্ষক সাংস্কৃতিক কেন্দ্র আছে। কিন্তু সেখানেও কোনো আলোচনা বা সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছে না। শুধু র্যালির আয়োজন করা হয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে (৬ জুলাই ২০২৫ আশুরা থাকায় সাংস্কৃতিক অনুষ্ঠান করা সম্ভব হচ্ছে না) বর্তমানে সাংস্কৃতিক চর্চা অনেকটাই স্তিমিত।
সংগঠনের প্রধানদের ভাষ্য, সেমিস্টারের নিয়মে পড়ালেখার পরে আমরা কোনো শিক্ষার্থীর তেমন একটা পাচ্ছি না, তাছাড়া আগ্রহ অনেকটাই কম। আগ্রহ কমারই কথা, যেখানে রাকশু ভবন থাকা সত্ত্বেও রাকশুর কার্যক্রম নেই, বিশ্ববিদ্যালয়কেন্দ্রিক সাংস্কৃতিক দল গুলো নিজের অর্থ দিয়ে চলতে হয়, সেখানে সাংস্কৃতিক চর্চা বর্তমানে বিলাসিতা ছাড়া আর কিছুই মনে করছে না।
যেখানে হাতের মুঠোতে, মুঠোফোনে পৃথিবী আবদ্ধ সেখানে চার পাঁচ ঘণ্টা মহড়া কক্ষে বসে নাটকের সংলাপ, কবিতা পাঠ, গানের লাইন মুখস্থ করার কী দরকার? এমনটাই হালহকিকত। তবু বেঁচে থাকে সংস্কৃতি। কেউ কেউ মনের টানে অল্প সময়ের জন্য দলের সদস্য হন। আলোচনা হয় আগামীতে আমাদের সংস্কৃতি চর্চা কোথায় গিয়ে দাঁড়াবে।