
আমাদের কি সত্যিই উচ্চকক্ষ দরকার
সংসদীয় গণতন্ত্র সব দেশে সংখ্যাগরিষ্ঠতা দ্বারা নিয়ন্ত্রিত হয়। এটা মেনে নিয়ে আমাদের এগোতে হবে। নতুবা প্রেসিডেনশিয়াল পদ্ধতি হলো বিকল্প। দুই কক্ষ করে কোনোভাবে স্বেচ্ছাচারী সরকার ঠেকানো যাবে না।
আমাদের দেশে অনেকবারই একনায়ক বা স্বেচ্ছাচারী সরকার এসেছে। প্রতিবারই তা হয়েছে দল বা নেতাদের স্বেচ্ছাচারিতায়; সিস্টেমের ঘাটতি বা উচ্চ কক্ষের অনুপস্থিতির জন্য নয়।
আমাদের দেশে সংসদীয় গণতন্ত্র কোনোভাবেই সফল হতে পারছে না। প্রতিবারই কোনো না কোনোভাবে নির্বাচন হয়। সংসদ গঠিত হয়; কিন্তু শৃঙ্খলা ও নিয়মতান্ত্রিকতা ফিরে আসছে না। নিয়ন্ত্রিত গণতন্ত্র বা স্বেচ্ছাচারী বৃত্তে সরকার অদলবদল হচ্ছিল। বর্তমান সরকার আসার পর এর কারণ ও তার নিরাময়ের পথ খোঁজা হচ্ছে।