
এক নামে কত নদী, এক নদীর কত নাম
আমাদের দেশে এক নামে অনেক নদ–নদী আছে, এক নদ–নদীরও আছে অনেক নাম। এখন পর্যন্ত যতটুকু জানা যায়, ইছামতী নামে সবচেয়ে বেশিসংখ্যক নদী আছে। সরকারি তালিকায় আছে মোট ১৪টি নাম। এর বাইরে আরও ৪টি নাম পাওয়া গেছে। নদী–গবেষক মাহবুব সিদ্দিকী জানিয়েছেন, ইছামতী নামে ১৮টি স্বতন্ত্র নদী আছে।
কয়েক বছর আগে মাহবুব সিদ্দিকী আমাকে বলেছিলেন, দেশে মোট ১২টি ইছামতী নদী আছে। এরপর আমার কাছ থেকে জেনে আদি রংপুর মাহিগঞ্জের পাশ দিয়ে বয়ে যাওয়া ইছামতীর নামটাও যোগ করলেন। তখন হলো ১৩টি। কয়েক দিন পর তিনি আমাকে বলছেন, মন্টেগুমারি মার্টিন একটি বইয়ে কুড়িগ্রামের ইছামতী নদীর কথা লিখেছেন।