কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

মায়ের গর্ভে গুলিবিদ্ধ শিশু সুরাইয়ার স্কুলযাত্রা ও ছাত্রলীগ-সমাচার

প্রথম আলো হাসান ইমাম প্রকাশিত: ১১ জানুয়ারি ২০২২, ০৬:৩৩

৫ জানুয়ারির প্রথম আলোর দুটি সংবাদের শিরোনাম: ‘দুই পক্ষের সংঘর্ষ থামাতে গিয়ে সাধারণ সম্পাদক আহত’ এবং ‘স্কুলজীবন শুরু হলো সেই সুরাইয়ার’। যথাক্রমে দ্বিতীয় ও শেষ পৃষ্ঠায় ছাপা হওয়া সংবাদ দুটির মধ্যে দূরতম সম্পর্ক থাকারও কোনো আভাস পাওয়া যায় না। কিন্তু ‘ছাত্রলীগ’ কথাটি উচ্চারণমাত্র আমাদের স্মৃতির বন্ধ দুয়ারে কড়া পড়ে। আস্তে আস্তে দুয়ার খুলে মনের পটে ভেসে ওঠে ‘মাগুরা’, ‘ছাত্রলীগের দুই পক্ষের মারামারি’, ‘মায়ের গর্ভে গুলিবিদ্ধ শিশু’, ‘অস্ত্রোপচার’...


২০১৫ সালের ২৩ জুলাই মাগুরা শহরের দোয়ারপাড়ে ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষের মধ্যে পড়ে গুলি লাগে অন্তঃসত্ত্বা নাজমা বেগমের। এতে তাঁর গর্ভে থাকা শিশুটিও গুলিবিদ্ধ হয়। রাতেই জেলা সদর হাসপাতালের ঝুঁকিপূর্ণ অস্ত্রোপচারে জন্ম নেয় শিশুটি। সুরাইয়া নামের সেই শিশু গত রোববার প্রথমবারের মতো স্কুলে গিয়েছিল। সংঘর্ষের সময় গুলিবিদ্ধ হওয়ার কারণে সুরাইয়ার ডান চোখে দৃষ্টিশক্তি নেই। শক্তি নেই দুই পায়ে। অন্য শিশুরা হেঁটে স্কুলে গেছে, সুরাইয়া গেছে মায়ের কোলে চড়ে। শিশুটির ডান হাতও অকার্যকর।


সাড়ে ছয় বছর পর সেই সুরাইয়া ও সেই ছাত্রলীগ একই দিন সংবাদ হলো এবং কী আশ্চর্য, সেদিনের মতো এদিনও ছাত্রলীগ তার খাসলতগুণে সংবাদপত্রের পাতা ‘দখল’ করেছে, আর সুরাইয়া অতীতের অন্ধকার ফুঁড়ে হাজির ‘আলোর বার্তা’ নিয়ে। ‘সুরাইয়া’ শব্দের অর্থ নক্ষত্রবিশেষ; নক্ষত্র তো আলো ছড়াবেই।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও