শিক্ষার্থীদের রমজানের আলোচনা সভায় ছাত্রলীগের হামলা, আহত ৫

www.ajkerpatrika.com ঢাকা বিশ্ববিদ্যালয় প্রকাশিত: ১৩ মার্চ ২০২৪, ২৩:২২

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) আইন বিভাগের শিক্ষার্থীদের রমজান নিয়ে এক আলোচনা সভায় হামলা করে ছাত্রলীগের নেতা-কর্মীরা। বুধবার বেলা ২টার সময়ে বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু টাওয়ারে সামনে এ হামলার ঘটনা ঘটে। 


এ ঘটনায় আহত ব্যক্তিরা হলেন আইন বিভাগের ২০২০-২১ সেশনের শিক্ষার্থী রেজোয়ান আহমেদ রিফাত, শাহীনুর আলম রাসেল, সাকিব আজাদ তূর্য, রাফিদ হাসান সাফওয়ান এবং ফাহিম দস্তগীর। আহতদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। 


জানা যায়, পূর্বঘোষিত কর্মসূচি অংশ হিসেবে’ প্রোডাক্টিভ রমাদান’ শিরোনামে এ আলোচনা সভার আয়োজন করে শিক্ষার্থীরা। 


ঘটনার একাধিক প্রত্যক্ষদর্শী আজকের পত্রিকাকে জানান, বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের কিছু শিক্ষার্থী বঙ্গবন্ধু টাওয়ারে জোহরের নামাজ শেষে রমজান নিয়ে আলোচনা করছিল। পরে বঙ্গবন্ধু টাওয়ার কল্যাণ সমিতির সভাপতি সিরাজুল ও ছাত্রলীগের কয়েকজন নেতা-কর্মী মিলে তাঁদের সেখান থেকে চলে যেতে বলেন। সেখানে কোনো প্রোগ্রাম করা যাবে না বলেও জানান তাঁরা। পরবর্তী সময়ে শিক্ষার্থীরা চলে যাওয়ার সময় বঙ্গবন্ধু টাওয়ারের গেটের কাছে ১০-১২টা মোটরসাইকেল করে আসা ছাত্রলীগের একদল নেতা-কর্মী লাঠিসোঁটা নিয়ে তাদের উপর্যুপরি মারধর করেন।’ 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও