![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fimages.prothomalo.com%2Fprothomalo-bangla%252F2021-12%252Fd37d2c62-4338-4cb6-8551-694f6c87b72e%252FNEW_WhatsApp_Image_2021_12_11_at_7_29_43_PM.jpeg%3Frect%3D0%252C70%252C1600%252C840%26w%3D1200%26ar%3D40%253A21%26auto%3Dformat%252Ccompress%26ogImage%3Dtrue%26mode%3Dcrop%26overlay%3Dhttps%253A%252F%252Fimages.prothomalo.com%252Fprothomalo-bangla%252F2021-11%252Febc47d93-19bc-4069-a224-7bdcb11cfab3%252Fwatermark_og.png%26overlay_position%3Dbottom%26overlay_width_pct%3D1)
সর্বজনীন স্বাস্থ্যসেবা অর্জনের সঠিক পথ কোনটা
সব শ্রেণি-পেশার মানুষের জন্য সহনীয় খরচে গুণগত মানের প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা নিশ্চিত করাই হলো সর্বজনীন স্বাস্থ্যসেবা। আর এ সর্বজনীন স্বাস্থ্যসেবা অর্জনই বৈশ্বিক টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার একটি অন্যতম গুরুত্বপূর্ণ অভীষ্ট, যা বাংলাদেশ ২০৩০ সালের মধ্যে অর্জনে অঙ্গীকারবদ্ধ। জাতিসংঘের আহ্বানে ২০১৭ সাল থেকে প্রতিবছর ১২ ডিসেম্বর বিশ্বব্যাপী সর্বজনীন স্বাস্থ্যসেবা দিবস হিসেবে পালিত হচ্ছে। বাংলাদেশ প্রতিবছরের মতো এবারও দিনটি গুরুত্বের সঙ্গে পালন করছে।
- ট্যাগ:
- মতামত
- স্বাস্থ্যসেবা
- স্বাস্থ্যসেবা খাত