এই আওয়ামী লীগ কার, এই ছাত্রলীগ কার?
বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের নেতা ও আন্তর্জাতিক যুদ্ধাপরাধ বিচার ট্রাইব্যুনালের রাষ্ট্রপক্ষের অন্যতম আইনজীবী রানা দাশগুপ্ত সম্প্রতি চট্টগ্রামে এক সমাবেশে প্রশ্ন তোলেন, এই আওয়ামী লীগ বঙ্গবন্ধুর আওয়ামী লীগ কি না? তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী ছাড়া কোনো রাজনীতিবিদের ওপর আমাদের আস্থা নেই। অপর এক আলোচনা সভায় তাঁর মন্তব্য ছিল, সংখ্যালঘুদের ওপর সহিংসতার ঘটনায় সরকারের বাইরের শক্তির সঙ্গে সরকারের ভেতরের একটি শক্তিও জড়িত।’
রানা দাশগুপ্তের এ মন্তব্যের সঙ্গে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের একটি বক্তব্য মিলিয়ে দেখা যেতে পারে। গত বুধবার রাজধানীর সোনারগাঁও হোটেলে এক অনুষ্ঠানে তিনি বলেন, আওয়ামী লীগের নেতা-কর্মীরাই এখন একে অপরের দিকে ‘রাজাকার’-এর তকমা লাগানোর চেষ্টা করছেন।