সুনামগঞ্জে পল্লী বিদ্যুতের এ কোন অরাজকতা
গোটা দেশে শতভাগ বিদ্যুতায়ন নিশ্চিত করতে সরকারের প্রচেষ্টায় ঘাটতি নেই। দুর্গম পাহাড় থেকে প্রত্যন্ত চর এলাকায় পর্যন্ত এখন বিদ্যুৎ পৌঁছে যাচ্ছে। জমিতে সেচ দিতে বিদ্যুতের অভাব নিয়ে কৃষকদের অভিযোগও ঘুচে যাচ্ছে। এরপরও স্থানীয় পর্যায়ে বিদ্যুৎসেবা নিয়ে মানুষের ভোগান্তির শেষ নেই। যার মধ্যে ভুতুড়ে বিদ্যুৎ বিল রীতিমতো আতঙ্কের বিষয় হয়ে দাঁড়িয়েছে অনেক জায়গায়। যে কারণে বিপাকে পড়েছে সুনামগঞ্জ সদর উপজেলার সুরমা উপজেলার সুরমা ইউনিয়নের সৈয়দপুর গ্রামের মানুষ। সেখানকার ৭০০ গ্রাহক অস্বাভাবিক বিদ্যুৎ বিলে রীতিমতো নাকাল। স্বাভাবিকভাবেই বিষয়টিতে তাঁরা ক্ষুব্ধ।