তালেবানের সাথে চীন রাশিয়ার বন্ধুত্ব
নতুন এক সঙ্কটের সামনে পশ্চিম এশিয়া। বর্বর শাসনে অভ্যস্ত তালেবানরা দুই দশক পরে আফগানিস্তানের রাষ্ট্রক্ষমতা দখলে নিয়েছে কিংবা তাদের কাছে ক্ষমতা তুলে দিয়ে চলে গেছে আমেরিকা। এ লেখা যখন পড়ছেন ততক্ষণে হয়তো আফগান সরকার গঠিত হয়ে গেছে, তাদের দায়-দায়িত্বও বন্টন হয়েছে। তালেবানরা যে এত দ্রুত পরিস্থিতির নিয়ন্ত্রণ নিবে, তা মার্কিন তথা পশ্চিমা যাবতীয় অঙ্কের বাইরে ছিল। ফলে আজ বিশ্ব কূটনীতিতে এক হতচকিত অবস্থা সৃষ্টি হয়েছে। নিঃশব্দে পাকিস্তান এবং ইরান, রাশিয়ার মতো দেশগুলোর সঙ্গে তালেবান নেতৃত্বের যোগাযোগ এখন স্পষ্ট হয়ে উঠছে। তবে তালেবানের সাথে সব যোগাযোগ সশব্দে করছে চীন।