কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

স্বাস্থ্য খাত সংস্কারে সংসদীয় কমিটি যা করতে পারে

প্রথম আলো সৈয়দ আব্দুল হামিদ প্রকাশিত: ৩১ আগস্ট ২০২১, ১৪:৪২

করোনাকালে পুরোটা সময়জুড়ে স্বাস্থ্য খাত নিয়ে খিস্তিখেউড় কম হয়নি। চলমান কোভিডসহ বর্তমান ও ভবিষ্যৎ চ্যালেঞ্জ মোকাবিলায় স্বাস্থ্য খাতকে ঢেলে সাজানো যে অপরিহার্য, তা নীতিনির্ধারণী ও বিজ্ঞ মহলের অজানা নয়। এ খাতের মূল সমস্যাগুলো এবং তা সমাধানে কী করণীয়, তা-ও অনেকের জানা আছে। তা ছাড়া পত্রপত্রিকায় বিভিন্ন সময়ে এ-সংক্রান্ত বিশেষজ্ঞ মতামত ছাপা হয়েছে। আর বিভিন্ন ওয়েবিনার ও টেলিভিশন টক শোতেও এ-সংক্রান্ত নানা আলোচনা হয়েছে। দেওয়া হয়েছে বহুবিধ বাস্তবসম্মত পরামর্শ।


কিন্তু একটি সমন্বিত পরিকল্পনা ছাড়া স্বাস্থ্য খাতের মূল চ্যালেঞ্জগুলো মোকাবিলা করা সম্ভব নয়। আর জনস্বাস্থ্য শুধু স্বাস্থ্য খাতের ওপর নির্ভর করে না। তাই স্বাস্থ্য খাতকে অন্যান্য খাত থেকে ভিন্নভাবে ভাবতেই হবে। মনে রাখা প্রয়োজন, হাসপাতাল একটি অত্যন্ত জটিল ইন্ডাস্ট্রি, যেখানে বিভিন্ন ইনপুট-মিক্স এবং স্কিল-মিক্সের মাধ্যমে স্বাস্থ্যসেবা উৎপাদন করতে হয়।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও