বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান এবং শিক্ষক-কর্মচারীদের সহায়তা প্রয়োজন
নয়া দিগন্ত
প্রকাশিত: ২৯ জুন ২০২১, ২০:০৩
২০২০ সালের ১৭ মার্চ থেকে আমাদের দেশের বিশ্ববিদ্যালয়, কলেজ, মাধ্যমিক স্কুল, কিন্ডারগার্টেন, মাদরাসা-মক্তব, ফোরকানিয়া এবং ইবতেদায়ি মাদরাসাসহ সব শিক্ষাপ্রতিষ্ঠান করোনার কারণে বন্ধ করে দেয়া হয়েছে। করোনা সংক্রমণের ভয়ে এর আগে হোম কোয়ারেন্টিন, লকডাউন প্রভৃতির মতো ব্যবস্থাও গ্রহণ করা হয়েছিল। বাংলাদেশে আবারো ২০২১ সালের ৫ মার্চ থেকে আগামী ১৬ মে পর্যন্ত সরকারিভাবে লকডাউন চলছে। ২০২০ সালে মসজিদে জামাতে নামাজ আদায় করা পর্যন্ত বন্ধ করে ঘরে নামাজ পড়ার পরামর্শ দেয়া হয়েছিল এবং বিগত পবিত্র রমজান মাসে তারাবিহ নামাজও বাসায় পড়তে হয়েছে। পরবর্তী সময়ে মসজিদে স্বাস্থ্যবিধি মেনে নামাজ আদায় করা শুরু হয়েছে।