প্যারিস টু পাটুরিয়া: মানুষ কেন শহর ছাড়ে?

প্রথম আলো পাটুরিয়া ফেরিঘাট ফারুক ওয়াসিফ প্রকাশিত: ০৬ এপ্রিল ২০২১, ১৮:৪৮

গত বছর মার্চের শেষে লকডাউন দেওয়া হয়েছিল ঢাকায়। এ বছর এপ্রিলের ৫ তারিখে লকডাউন শুরু হলো। অবস্থা তথৈবচ। যত সচ্ছল তত লকডাউন, যত গরিব তত চিচিংফাঁক। গতবার মানুষ হুড়মুড় করে ঢাকা ছেড়েছিল। এবার কেউ হুড়োহুড়ি করে বাজার করছে। অন্যদিকে চলছে জীবিকা বাঁচানোর মিছিল-বিক্ষোভ। প্রথম রাইড শেয়ারিং মোটরসাইকেলের চালকেরা, পরে বিভিন্ন মার্কেট ও বাজারের ব্যবসায়ীরা রাস্তায় নেমেছে। গতবার বাস-ফেরি-ট্রাক ভরে মানুষের গ্রামমুখী যাত্রাকে পরিহাস করা হয়েছিল। এসবকে অশিক্ষিত ও গরিবদের আত্মঘাতী আচরণ বলে মহামারির জন্য তাদেরই দোষারোপ করা হয়েছিল। প্রবাসফেরত শ্রমিকদেরও কম হুজ্জত পোহাতে হয়নি।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও