সেই হেফাজতী তাণ্ডব সেই ’৭১ এবং নব্য সুশীল!

জনকণ্ঠ মমতাজ লতিফ প্রকাশিত: ০১ এপ্রিল ২০২১, ১২:৩৯

হেফাজতী তাণ্ডবে হামলা-আক্রমণের যে ধরনটি দেখা যাচ্ছে সেটি পুরোপুরি ’৭১-এর জামায়াত-শান্তি কমিটি, রাজাকার আর আলবদরীয় তা-বের কপি! তাদের এ তাণ্ডব সেই একই রকম। ২০১৩ এর শাপলা চত্বরের তা-বে যেমন সক্রিয় অংশগ্রহণ ছিল জামায়াত-শিবিরের সশস্ত্র গুণ্ডা-ক্যাডারদের, এখানেও বিশেষত ব্রাহ্মণবাড়িয়ায় জামায়াত-শিবিরের সশস্ত্র ক্যাডারদের তা-ব দেখেছে জাতি। বিএনপি-জামায়াত নেতা-কর্মীদের এই হামলার টার্গেট, আশ্চর্য এই যে- ’৭১-এর মতই থানা ও পুলিশ, ভূমি অফিস, পৌর অফিস, আওয়ামী লীগ নেতাদের বাসভবন, মন্দির, সাংবাদিক, এমনকি পাঠাগার এবং সেই স্বনামধন্য ওস্তাদ আলাউদ্দীন খাঁর নামাঙ্কিত ভবন ও আলাউদ্দীন খাঁ সঙ্গীত কেন্দ্র; যেটি মাদ্রাসার মৌলবাদী ছাত্র-শিক্ষকদের হাতে কয়েক বছর আগেও ধ্বংসপ্রাপ্ত হয়েছিল!

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও