করোনাভাইরাস ঘোরাঘুরি করে স্কুল-কলেজে, মাদ্রাসায় ঢোকে না
দেশে স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয় বন্ধের একবছর পূর্ণ হলো আজ (১৮ মার্চ)। স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয় না বলে শিক্ষা প্রতিষ্ঠান বলতে পারতাম, কিন্তু যেহেতু কওমি মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা পুরোপুরি চালু আছে সেজন্য তা বলা যাচ্ছে না।
বাংলাদেশে গত ৮ মার্চ প্রথম করোনা ভাইরাসের রোগী শনাক্ত হলেও প্রথম মৃত্যুর খবর আসে ১৮ মার্চ। দিন দিন করোনা রোগী শনাক্ত ও মৃতের সংখ্যা বাড়ায় নড়েচড়ে বসে সরকার। ভাইরাসটি যেন ছড়িয়ে পড়তে না পারে সেজন্য শিক্ষা প্রতিষ্ঠানসহ সব সরকারি-বেসরকারি অফিস বন্ধ ঘোষণা করা হয়। করোনার বর্তমান পরিস্থিতির মধ্যেই ৩১ মে থেকে দেশের সরকারি-বেসরকারি অফিস খুলে দেওয়া হয়েছে। এরপর থেকে দেশের সবকিছু স্বাভাবিকের চেয়ে বেশি স্বাভাবিক, দেশের পর্যটন কেন্দ্রগুলোতে উপচে পড়া ভিড় ও নানা সামাজিক জমায়েতগুলো দেখলে অনন্ত তাই মনে হয়। বেশ কয়েক ধাপ বাড়ানোর পর আগামী ৩০ মার্চ স্কুল-কলেজ খুলে দেওয়ার কথা আছে, যদিও ধারণা করা হচ্ছে আবারও দীর্ঘ হচ্ছে ছুটি।