কোভিড-১৯ টিকার জন্য দেশগুলো যখন কাড়াকাড়ি করছে, বিশ্ব শব্দভান্ডারে শোনা যাচ্ছে ‘টিকাজাতি’ আর ‘টিকাজাতীয়তাবাদ’-এর মতো কুৎসিত সব শব্দ, তখন ভিন্ন এক পথে হাঁটছে ভারত। ‘টিকামৈত্রী’ প্রচারণার আওতায় কোটি কোটি টিকা তৈরি করে তারা ৬০টির মতো দেশকে পাঠিয়েছে।
ওষুধ তৈরিতে ভারত একটা পরাশক্তি। যত ধরনের ওষুধ দুনিয়ায় আছে, তার ২০ শতাংশই উৎপাদন করে তারা। তার মধ্যে আছে মোট টিকার ৬২ শতাংশ। কোভিড-১৯ টিকা আবিষ্কারের আগেই ভারত ১০০-এর মতো দেশকে হাইড্রোক্সিক্লোরোকুইন ও প্যারাসিটামল সরবরাহ করে, ৯০টির মতো দেশে পাঠিয়েছে ওষুধ, টেস্টকিট ও অন্যান্য সরঞ্জাম। এমনকি অনুমোদন পাওয়ার আগেই অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার টিকা তৈরি করার দুঃসাহস দেখিয়েছিলেন বেসরকারি মালিকানাধীন সেরাম ইনস্টিটিউট অব ইন্ডিয়ার (এসআইআই) প্রধান আদর পুনাওয়ালা। আর অনুমোদন যখন মিলেছে, ঘরে-বাইরে ব্যবহারের জন্য লাখ লাখ ডোজ তৈরি করে সরকারকে দিয়েছে তারা।
আরও
১২ ঘণ্টা, ১৬ মিনিট আগে
১২ ঘণ্টা, ১৭ মিনিট আগে
১২ ঘণ্টা, ১৮ মিনিট আগে
১২ ঘণ্টা, ২০ মিনিট আগে
১২ ঘণ্টা, ২১ মিনিট আগে
১২ ঘণ্টা, ২৩ মিনিট আগে
১২ ঘণ্টা, ২৬ মিনিট আগে
১৪ ঘণ্টা, ২১ মিনিট আগে